হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানার পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো আখাউড়া পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাধানগর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও শান্তিনগর এলাকার মো. আরু মিয়ার ছেলে আল আমিন (২৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ছিনতাই করা ছয়টি ফোনসেট উদ্ধার করা হয়। 

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার জিয়ারত করতে আসা লোকদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে প্রাইভেট কারযোগে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল ও ছিনতাই সংঘটনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পরে তাঁদের নামে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের