হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তারকৃত ছয়জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, রামগঞ্জ ও রায়পুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবু, একই উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউপি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চণ্ডীপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালান আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও ২০০ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হন কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়। এখন পর্যন্ত ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট