ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। রাজধানীর বসুন্ধরার বাসায় তিনি অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। আশুগঞ্জ থানার ওসির বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, আবু আসিফ আহমেদ রাজধানীর ঢাকার বাসায় আছেন। তিনি আশুগঞ্জে ফিরছেন। ২৭ জানুয়ারি রাত থেকে তিনি নিখোঁজ বলে তাঁর পরিবার জানিয়েছিলেন।
আশুগঞ্জ থানা ওসি আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি মাধ্যমে জানতে পেরেছি, তিনি (আসিফ) ঢাকার বসুন্ধরার বাসায় ফিরেছেন। আশুগঞ্জেও আসবেন বলে জেনেছি।’