হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে রাজীব পাল (৩০) নামে মাদক নিরাময়কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব শহরের ফুলবাড়ীয়া এলাকার প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের কর্মী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ভুলতার কে. সি. পালের ছেলে। 

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি (৩২) পলাতক রয়েছেন। এ ঘটনায় রাশেদ (২৬) নামে মাদক নিরাময়কেন্দ্রের আরেক কর্মী আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রাশেদ জেলা শহরের ভাদুঘর এলাকার কুতুব মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, কাজীপাড়া মহল্লার ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার সন্ধ্যায় সানু মিয়া তার ছেলেকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে যান। পরে রনিকে নেওয়ার জন্য তার বাড়িতে যান মাদক নিরাময়কেন্দ্রের দুই কর্মী রাজীব ও রাশেদ। কিন্তু রনি পুনর্বাসন কেন্দ্রে যেতে না চেয়ে ক্ষুব্ধ হয়ে রাজীব ও রাশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাশেদ ও রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। 

মোজাম্মেল হোসেন রেজা আরও বলেন, ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের