হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চার মাস দায়িত্ব পালনের পর তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে মোজাহেদুল ইসলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাদ্রাসা-ই-আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হওয়ার আগে তিনি কলেজটির উপাধ্যক্ষ ছিলেন।

এর আগে, একই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর ছোট ভাই। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত