হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চার মাস দায়িত্ব পালনের পর তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে মোজাহেদুল ইসলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাদ্রাসা-ই-আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হওয়ার আগে তিনি কলেজটির উপাধ্যক্ষ ছিলেন।

এর আগে, একই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর ছোট ভাই। 

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা