হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে অতিরিক্ত গরমে ১৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ৯ জন 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।

আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।

এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার