হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেলপথ অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

চবি সংবাদদাতা

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার নগরীর ষোলশহর রেলস্টেশনে অবরোধ করেন তারা। 

অবরোধের কারণে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি নগরীর মুরাদপুর রেলক্রসিংয়ে আটকে ছিল। ফলে মুরাদপুরের সঙ্গে অক্সিজেন এলাকার সড়কের যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ফরেস্ট গেট এলাকায়ও যানজটের সৃষ্টি হয়। তবে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের দেশে শিক্ষিত যুবকের অভাব নেই, কিন্তু তারপরও এই কোটার মাধ্যমে চাকরি দিয়ে বেকার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। আমরা কোটা সংস্কার চাই। আজ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রেললাইন অবরোধ করেছি। দাবি আদায় হলেই আমরা রাজপথ ছাড়ব।’ 

এ বিষয়ে ষোলশহর রেলস্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীরা নগরীর ষোলশহর রেললাইন অবরোধ করে। এ কারণে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে যায়। শিক্ষার্থীদের বলেছি, যাত্রীদের কথা চিন্তা করে যেন তাঁরা ট্রেনটি ছেড়ে দেয়। পরে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দিয়েছে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড