হোম > সারা দেশ > চাঁদপুর

মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে হাজির কুকুর

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষত নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হাজির একটি কুকুর। কুঁই কুঁই করে হয়তো চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছিল সেটি। দেখেই দয়া হয় চিকিৎসক নার্সদের। তাঁরাও যথাসাধ্য কুকুরটির চিকিৎসা ব্যবস্থা করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দরজায় আসে একটি আহত কুকুর। যার পেটের অংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা। ক্ষতটি বেশ পুরোনো। দেখে সবার খুব মায়া হয়। হাসপাতালে কর্মরত কুক মো. হানিফ কুকুরটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। 

কুকুরটির দুরবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল রাতেই তাঁর ফেসবুক আইডিতে ‘কোন পশু প্রেমী যদি থাকে এই কুকুরটাকে নিয়ে যান। কাটা পেট নিয়ে এসেছে নিজেই’ শিরোনামে একটি পোস্ট দেন। সেটি দেখে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি থাকা এক রোগীর স্বজন এগিয়ে আসেন। 

সোলাইমান কবির রায়হান নামে ওই যুবক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারিতে স্নাতক করেছেন। আধা ঘণ্টার মধ্যেই হাসপাতালের ওয়ার্ড বয় রাশেদের সহযোগিতায় ওই যুবক কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। দুঃখের বিষয় এতো চেষ্টার পরও ওইদিন শেষ রাতের দিকে কুকুরটি মারা যায়। 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, অবলা প্রাণীটি কষ্ট সহ্য করতে না পেরে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। একজন ভেটেনারি পাস করা যুবক কুকুরটির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেননি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল