হোম > সারা দেশ > চাঁদপুর

মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে হাজির কুকুর

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষত নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হাজির একটি কুকুর। কুঁই কুঁই করে হয়তো চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছিল সেটি। দেখেই দয়া হয় চিকিৎসক নার্সদের। তাঁরাও যথাসাধ্য কুকুরটির চিকিৎসা ব্যবস্থা করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দরজায় আসে একটি আহত কুকুর। যার পেটের অংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা। ক্ষতটি বেশ পুরোনো। দেখে সবার খুব মায়া হয়। হাসপাতালে কর্মরত কুক মো. হানিফ কুকুরটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। 

কুকুরটির দুরবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল রাতেই তাঁর ফেসবুক আইডিতে ‘কোন পশু প্রেমী যদি থাকে এই কুকুরটাকে নিয়ে যান। কাটা পেট নিয়ে এসেছে নিজেই’ শিরোনামে একটি পোস্ট দেন। সেটি দেখে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি থাকা এক রোগীর স্বজন এগিয়ে আসেন। 

সোলাইমান কবির রায়হান নামে ওই যুবক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারিতে স্নাতক করেছেন। আধা ঘণ্টার মধ্যেই হাসপাতালের ওয়ার্ড বয় রাশেদের সহযোগিতায় ওই যুবক কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। দুঃখের বিষয় এতো চেষ্টার পরও ওইদিন শেষ রাতের দিকে কুকুরটি মারা যায়। 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, অবলা প্রাণীটি কষ্ট সহ্য করতে না পেরে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। একজন ভেটেনারি পাস করা যুবক কুকুরটির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেননি।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫