হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক আকাশ (২০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাইকের আরোহী নিহতের দুই বন্ধু । গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত  আকাশ (২০) উপজেলার মিরশ্বিকারী পূর্বকান্দির গ্রামের শহীদ মিয়ার ছেলে। আহতরা হলেন নিহতের বন্ধু একই গ্রামের রিপন মিয়ার ছেলে সাইফুল (১৯) ও ডালিম মিয়ার ছেলে ফারহান ওরফে শাওন (১৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকাশ তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘারমোড়া বাজারে ঘুরতে যান। আসার পথে ছোট ঘারমোড়া মসজিদসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত  হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই আকাশের মৃত্যু হয়েছে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আজ মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ নসিমনটি আটক করলেও এর চালক মো. জামান পালিয়ে যায় ।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু