হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক আকাশ (২০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাইকের আরোহী নিহতের দুই বন্ধু । গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত  আকাশ (২০) উপজেলার মিরশ্বিকারী পূর্বকান্দির গ্রামের শহীদ মিয়ার ছেলে। আহতরা হলেন নিহতের বন্ধু একই গ্রামের রিপন মিয়ার ছেলে সাইফুল (১৯) ও ডালিম মিয়ার ছেলে ফারহান ওরফে শাওন (১৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকাশ তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘারমোড়া বাজারে ঘুরতে যান। আসার পথে ছোট ঘারমোড়া মসজিদসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত  হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই আকাশের মৃত্যু হয়েছে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আজ মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ নসিমনটি আটক করলেও এর চালক মো. জামান পালিয়ে যায় ।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী