হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পুরোনো পল্লানপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় একটি গ্রেনেড দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে জায়গাটি ঘিরে রাখে। সেই গ্রেনেডটি আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি টিম নিষ্ক্রিয় করেছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলটি গ্রেনেডটিকে কৌশলে পুরোনো পল্লানপাড়া থেকে সরিয়ে এক কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের মাঠে গর্ত খুঁড়ে সেখানে রেখে ধ্বংস করে দেয়।

টেকনাফ থানার ওসি (অপারেশন) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতেই স্থানীয় লোকজনকে মাইকিং করে সতর্ক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়। তবে গ্রেনেডটি কীভাবে এসেছে সেটি কেউ জানাতে পারেনি।

টেকনাফ পৌরসভার কাউন্সিলর এনামুল হাসান বলেন, ‘রাতে আমার অফিস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তার আগে আমার অফিসের কাছে একটি গ্রেনেডে সন্ধান মিলে। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাটি ঘিরে রাখে এবং আশপাশে লোকজন চলাচল না করতে অনুরোধ করে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল অভিযান ও কৌশলের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল