হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি নগরের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন। পুলিশ বলছে, পতেঙ্গার খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে ধর্মীয় শিক্ষা দিতেন। সে সকালে তাঁর কাছে পড়তে গেলেও গত কয়েক দিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তাঁর কাছে পড়তে যায়। সে সময় তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।’

ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির পরিবার বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান এসআই ইমরান হোসেন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক