হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি নগরের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন। পুলিশ বলছে, পতেঙ্গার খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে ধর্মীয় শিক্ষা দিতেন। সে সকালে তাঁর কাছে পড়তে গেলেও গত কয়েক দিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তাঁর কাছে পড়তে যায়। সে সময় তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।’

ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির পরিবার বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান এসআই ইমরান হোসেন।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা