হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বিজয়ী পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা, আহত ৭ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনে বিজয়ী কাউন্সিলর ফখরুদ্দীন মাহমুদ ফখরুলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই ওয়ার্ডের সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজয়ী প্রার্থীর ৭ জন সমর্থক আহত হন। 

আহতরা হলেন-কাউন্সিলর ফখরুলের সমর্থক রিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, হৃদয়, রাহিম, ইসমাইল হোসেন, মো. মিলন ও শান্ত। তাঁদের মধ্যে ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বিজয়ী পাঞ্জাবি প্রতীকের প্রার্থী ফখরুদ্দীন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, গতকাল রোববার ভোটগ্রহণের পর তৃতীয় বারের মতো আমি কাউন্সিলর নির্বাচিত হই। এলাকায় পূর্ব বিরোধের জের ধরে কামাল উদ্দিন প্রকাশ সিএনজি কামাল নির্বাচনে আমার বিপক্ষে রিয়াজুর রহমান মিঠুকে প্রার্থী করান। গতকাল রাতে ভোটের ফলাফল ঘোষণার পর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সিএনজি কামালের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির গেটে থাকা ৩টি দোকান, একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। 

হামলাকারীরা আমার বসতঘর লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি করে। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে আসলে আমার ৭ জন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। 

হামলার বিষয়ে জানতে চাইলে পরাজিত প্রার্থী রিয়াজুর রহমান মিঠু বলেন, আমি অসুস্থ। নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে আমি নিজ বাসায় আছি। কারও বাড়িতে হামলা বা ভাঙচুরের বিষয় আমার জানা নেই। 

অভিযোগের বিষয়টি অস্বীকার করে সিএনজি কামাল বলেন, ফলাফল ঘোষণার পর কাউন্সিলর ফখরুলের লোকজন রিয়াজুর রহমান মিঠুর কর্মীদের ওপর হামলা চালায়। এসব ঘটনা নিয়ে তাঁদের উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি বা আমার কোনো লোকজন জড়িত না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ৬টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে