হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় ৫০০ লিটার অকটেন জব্দ, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র‌্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও  রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‍্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।

তিনি বলেন, বিষয়টি র‍্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে