চট্টগ্রাম নগরীতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর অভিভাবকেরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছেন।’
মারা যাওয়া দুই শিশু হলো পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় এলাকার মো. নাছির উদ্দীনের ছেলে রিসবান সালেহ আরিশ (৩) ও তাঁর ভাই মো. নেজাম উদ্দিনের মেয়ে ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩)।
আরিশ ও ওয়াজিহার পরিবারের বরাত দিয়ে ওসি জায়েদ জানান, আজ সকালে খেলতে গিয়ে দুই শিশু সবার অগোচরে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। তাঁদেরকে না পেয়ে পুকুরে খোঁজার এক পর্যায়ে দুজনের লাশ পাওয়া যায়। পরে বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী নৌবাহিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।