হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হিমাগারে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর শুঁটকির হিমাগারে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে জনতা কোল্ডস্টোরেজে এই সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণকক্ষে। সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনটির বেশির ভাগ অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন মালিকের নাম জয়নাল আবেদিন হেলাল। ভবনটির দুটি ফ্লোর শুঁটকির হিমাগার হিসেবে ব্যবহার করা হতো।

ফায়ার সার্ভিস লামার সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই গোডাউনে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন লাগার পর চারপাশে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। এতে আশপাশে বসবাস করা লোকজনের শ্বাস নিতে কষ্ট হয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। ভেঙে পড়া অংশের আঘাতে দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে দাবি করেছেন ভবনের মালিক। তবে প্রকৃত ক্ষতি কত, তা তদন্ত শেষে বলা যাবে জানান এই কর্মকর্তা।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ