হোম > সারা দেশ > চাঁদপুর

প্রসাধনীর গায়ে উল্লেখ নেই মূল্য, ভোক্তা-অধিকারের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে প্রসাধনীসামগ্রী বিক্রি করা চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসাধনীতে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার শহরের চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোশ্যাল বাজার, কসমেটিকস ওয়ার্ল্ড ও রেড রোজ কসমেটিকসের মালিককে ৫ হাজার করে এবং বিউটি শপ কসমেটিকসের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এ ছাড়া অভিযানে নিয়মিত তদারকের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রচারপত্র বিতরণ করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়।

সহকারী পরিচালক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল