হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

নাইক্ষ্যংছড়িতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশাখ (মাহা সাংগ্রাই) উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসন ও উপজাতি পল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে অংশ নেয় মারমা শিল্পীগোষ্ঠী, চাক শিল্পীগোষ্ঠী, তঞ্চঙ্গ্যা শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীরা।

নাইক্ষ্যংছড়িতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, কৃষি অফিসার এনামুল হক, শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আবদুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নাইক্ষ্যংছড়িতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

অপর দিকে উপজেলার পাঁচ ইউনিয়নের প্রতিটি উপজাতিপাড়ার বাংলা নববর্ষ ঘটা করে পালন করা হয়েছে। এ সময় প্রতিটি বিহারের বৌদ্ধ স্নান শেষে নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিটি স্কুল–কলেজ ও মাদ্রাসায় বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বর্ষবরণের

উপলক্ষে ১৮ এপ্রিল পর্যন্ত নানা উৎসব পালন করবে উপজাতীয় সম্প্রদায়।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়