হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ চেকপোস্টে প্রবাসীকে মারধর, বিজিবির ৩ সদস্যকে প্রত্যাহার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামের এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁকে গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি ও ইয়াবা না পেয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী আবদুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।

এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ায় তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাসে করে কক্সবাজার ফিরছিলাম। ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে এ ঘটনা ঘটে।’

আবদুল্লাহ বলেন, ‘বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে। এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, “তোর কাছে ইয়াবা আছে” বলে থাপ্পড় মারে। স্যার আমার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে “শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে” বলে আবারও মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ওই গাড়িটা আমাকে কক্সবাজার টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামের এক পথচারী আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’ 

উল্লেখ্য, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির