হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জুমার নামাজ শেষে উদ্ধারকাজে অংশ নেন গেটম্যান’

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

‘চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের লেভেল ক্রসিংয়ে যখন দুর্ঘটনা ঘটে, তখন আমি ভাত খাচ্ছিলাম। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাড়াতাড়ি বের হই এবং দেখি ৪ যুবক আহতাবস্থায় লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে লাফাচ্ছে। তখন আমিসহ ৪-৫ জন গিয়ে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে স্থানীয় হাসপাতালে পাঠাই।’ এভাবেই গতকাল শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দেন রেললাইনসংলগ্ন দোকানের কর্মী জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, ‘রেললাইনের ওপরে উঠে দেখি মহানগর প্রভাতি ট্রেন দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে দেখি ইঞ্জিনের সামনে একটি সাদা মাইক্রো ঝুলছে। ভেতরে যাত্রীরা মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করি। তখন গেটম্যান সাদ্দাম হোসেন জুমার নামাজের পরে ঘটনাস্থলে আসেন। তিনিও আমাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন।’

অভিযোগ করে জসিম উদ্দিন বলেন, ‘রেলের লেভেল ক্রসিংয়ে এত দুর্ঘটনা ঘটে, তবু সমাধান হয় না। রেলের এত বরাদ্দ যায় কোথায়? মানুষ এভাবে মারা গেলে শুধু দায়সারা তদন্ত কমিটি করা হবে। তারপর সবাই ভুলে যাবে। তবে আজকে শুনে ভালো লাগছে যে, আমরা আহত ৪ জনকে উদ্ধার করেছি তাঁরা সবাই আশঙ্কামুক্ত।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে যান ওই তরুণেরা। ভ্রমণ শেষে বেলা পৌনে ১টার দিকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা