চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাজছিলা ফকির মাজারের পূর্বপাশে পিএবি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তিকে এলাকার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। আজ সোমবার সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘সড়কের পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময়ে ভারী কোনো গাড়ির ধাক্কায় মারা যায় লোকটি। তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।’