কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।