হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতারণার শাস্তি পেতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে।’ 

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৩ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম সফর। 

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘নানা প্রক্রিয়ায় নানাভাবে তালিকাভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের আমরা যাচাই-বাছাই করব। যাঁরা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাঁরা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না, তারা বাদ যাবে। তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।’ 

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য এখানে আসিনি। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘কী পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত—এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটি। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে বলে দিয়েছি।’ 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে