হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতারণার শাস্তি পেতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে।’ 

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৩ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম সফর। 

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘নানা প্রক্রিয়ায় নানাভাবে তালিকাভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের আমরা যাচাই-বাছাই করব। যাঁরা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাঁরা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না, তারা বাদ যাবে। তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।’ 

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য এখানে আসিনি। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘কী পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত—এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটি। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে বলে দিয়েছি।’ 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার