হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৪ দফা দাবি আদায়ে মাঠে নেমেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

প্রতিনিধি, চট্টগ্রাম

চার দফা দাবি আদায়ে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসে কর্মরত কয়েকশ ইঞ্জিনিয়ার।

এ সময় আইডিইবি'র কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, চট্টগ্রাম জেলার আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির ও সদস্যসচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর মেয়াদি কোর্সে রূপান্তরের চেষ্টা অযৌক্তিক। উল্টো এই কোর্সকে আরও বিশেষায়িত ও আধুনিকায়ন করা প্রয়োজন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা মহানগর ইমরাত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরিতে ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা, জনবল নিয়োগে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১: ৫ রেখে অর্গানোগ্রাম প্রণয়ন করার দাবিও জানান তাঁরা।

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করার দাবি জানান বক্তারা। দাবি না মানলে অবিলম্বে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশ শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন, অর্থ, গণপূর্ত ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা