হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেললাইন পার হতে গিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১ নম্বর রেলগেটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য পাঠায়। যুবকের নাম প্রাথমিকভাবে সোলাইমান বলে জানা গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

হাটহাজারী ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টায় চবির ১ নম্বর গেট এলাকায় মোহাম্মদ সোলাইমান (২৫) চট্টগ্রাম-নাজিরজহাট রেললাইন পার হওয়ার সময় নাজিরহাটগামী একটি ট্রেন ওই যুবককে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। 

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান বলেন, ট্রেনে কাটা পড়া আহত যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম সোলাইমান বলে জানা গেলেও এই নামের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলে গণমাধ্যমকে জানান।  

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট