হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেললাইন পার হতে গিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১ নম্বর রেলগেটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য পাঠায়। যুবকের নাম প্রাথমিকভাবে সোলাইমান বলে জানা গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

হাটহাজারী ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টায় চবির ১ নম্বর গেট এলাকায় মোহাম্মদ সোলাইমান (২৫) চট্টগ্রাম-নাজিরজহাট রেললাইন পার হওয়ার সময় নাজিরহাটগামী একটি ট্রেন ওই যুবককে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। 

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান বলেন, ট্রেনে কাটা পড়া আহত যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম সোলাইমান বলে জানা গেলেও এই নামের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলে গণমাধ্যমকে জানান।  

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ