হোম > সারা দেশ > চাঁদপুর

করোনা নিয়েই মায়ের দাফনে অংশ নিল ছেলে, কিছুক্ষণ পরেই মৃত্যু

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সোহাগ (৪২)। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল থেকেই তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামে ছুটে যান। গতকাল সোমবার সন্ধ্যায় মায়ের দাফনে অংশ নেওয়ার কিছুক্ষণ পরেই সোহাগের মৃত্যু হয়। 

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মমতাজ বেগম (৬০) মারা যান। মমতাজ বেগম গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার দুপুরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাকে শেষবিদায় জানাতে ছুটে আসে ছেলে। ছেলে করোনা আক্রান্ত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মায়ের মৃত্যুর সংবাদে তিনি হাসপাতাল থেকেই ছুটে আসেন। মায়ের দাফনের কিছুক্ষণ পরেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোহাগকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্সের ভেতরেই সোহাগের মৃত্যু হয়।

একই দিনে দুপুরে করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু ও সন্ধ্যায় করোনায় আক্রান্ত ছেলের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মমতাজ বেগমের দাফনে যারা অংশ নিয়েছিলেন তাঁরা করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির