হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মাদ্রাসাছাত্র অপহরণ, দুই লাখ টাকা মুক্তিপণের দাবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

অপহৃত ছাত্র মো. হাফেজ মোতাসিম বিল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণের পাঁচ দিন পর তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত মোতাসিমের বাড়ি উপজেলার ছোট কুমিরা এলাকায়। তাঁর বাবা মাওলানা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মোতাসিম ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মোতাসিমের বাবা নুর উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বাইরে যায় মোতাসিম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়-স্বজনের বাড়িসহ তাঁরা সম্ভাব্য সব স্থানে মোতাসিমের খোঁজ করেন। তবে সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নুর উদ্দিন আরও বলেন, মোতাসিন নিখোঁজ হয়েছে ভেবে জিডি করলেও গতকাল মঙ্গলবার বিকেলে অচেনা একটি নম্বর থেকে কল পান তাঁরা। কল ধরলে অপর প্রান্ত থেকে একটি অপরিচিত কণ্ঠ শুনতে পান। তারা মোতাসিনকে অপহরণ করেছেন বলে জানিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিলে তার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন বলেও জানান।

নুর উদ্দিন আরও জানান, একই নম্বর থেকে বারবার অপহরণকারীর ফোন করার বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হয়েছে। তিনি তা পুলিশকে জানিয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে শিশুটি নিখোঁজ হয়েছে জানিয়ে জিডি করেছিল। কিন্তু গতকাল তারা জানিয়েছে অপহরণকারী শিশুটিকে অপহরণ করেছে জানিয়ে দুই লাখ মুক্তিপণ দাবি করছে। অপহরণকারীর ওই মুঠোফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় কাজ চালানো হচ্ছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি