হোম > সারা দেশ > চাঁদপুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, গত শুক্রবার হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছিলেন। ওই দিনই গ্রেপ্তারকৃত জাকিরের ভাতিজা জটিল রোগে মারা যান। এরপর আসামিকে ভাতিজার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন স্থানীয়রা। সেই সুযোগকে কাজে লাগিয়ে আসামির স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মোজাম্মেল বাদী হয়ে পলাতক আসামির ১২ জন স্বজনের নামে মামলা দায়ের করেন। যার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তাঁদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে হাতকড়া উদ্ধার করা হয়েছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল