হোম > সারা দেশ > চাঁদপুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, গত শুক্রবার হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছিলেন। ওই দিনই গ্রেপ্তারকৃত জাকিরের ভাতিজা জটিল রোগে মারা যান। এরপর আসামিকে ভাতিজার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন স্থানীয়রা। সেই সুযোগকে কাজে লাগিয়ে আসামির স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মোজাম্মেল বাদী হয়ে পলাতক আসামির ১২ জন স্বজনের নামে মামলা দায়ের করেন। যার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তাঁদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে হাতকড়া উদ্ধার করা হয়েছে। 

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১