ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া বিএনপি নেতারা হলেন—উপজেলা বিএনপির সদস্য ওসমান হারুনুর রশিদ শাহিন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন।
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গ্রেপ্তার বিএনপির দুই নেতার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’