হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ছাত্রলীগের সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নতুন কমিটির মেয়াদ সাত দিন না পেরোতেই পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই (শনিবার) ছাত্রলীগের পটিয়া উপজেলা শাখার এ জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন, কলেজ, ওয়ার্ড ও স্কুল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এ ব্যাপারে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল জানান, উপজেলার আওতাধীন প্রায় শাখায় একাধিক কমিটি থাকায় জেলা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে পটিয়া উপজেলার আওতাধীন সব গুলো কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব সাংগঠনিক শাখা সমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরাফাত শাকিলকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে ১৩৫ জন বিশিষ্ট পটিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। এর ঠিক এক মাস আগে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন জেলা ছাত্রলীগ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার