হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ছাত্রলীগের সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নতুন কমিটির মেয়াদ সাত দিন না পেরোতেই পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই (শনিবার) ছাত্রলীগের পটিয়া উপজেলা শাখার এ জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন, কলেজ, ওয়ার্ড ও স্কুল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এ ব্যাপারে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল জানান, উপজেলার আওতাধীন প্রায় শাখায় একাধিক কমিটি থাকায় জেলা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে পটিয়া উপজেলার আওতাধীন সব গুলো কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব সাংগঠনিক শাখা সমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরাফাত শাকিলকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে ১৩৫ জন বিশিষ্ট পটিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। এর ঠিক এক মাস আগে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন জেলা ছাত্রলীগ।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে