হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আগরতলার ইমিগ্রেশন সার্ভারে জটিলতা, ভোগান্তিতে যাত্রীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আগরতলা ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভ্রমণরত কয়েক শতাধিক যাত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই জটিলতা দেখা দেয়। 

সার্ভার ডাউনের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে আমাদের তাঁদের সার্ভার ডাউনের বিষয় নিশ্চিত করেন। সার্ভার সচল না হওয়া পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন থেকে কোনো যাত্রীকে পারাপারে অনুমতি না দিতে অনুরোধ করা হয়েছে।’ 

এদিকে চলতি বছরের শুরু থেকে আখাউড়া-আগরতলা চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণকারী পাসপোর্টধারীদের ইমিগ্রেশন কার্যক্রম ধীর গতিতে চলছে বলে স্বীকার করেছেন আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সার্ভার পরিবর্তন করে নতুন সার্ভার স্থাপন করা হলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। 

আখাউড়া ইমিগ্রেশনে ভ্রমণ পাসপোর্টধারী একাধিক যাত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়লে সরকার পাবে বড় অঙ্কের একটি রাজস্ব।’ পুরোনো সার্ভার পরিবর্তন করে দ্রুত নতুন সার্ভারে যাত্রীদের সেবা দেওয়ার আহ্বান পাসপোর্টধারী যাত্রীদের।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির