হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে কয়েকটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিচ্ছিন্ন বগিগুলো রেললাইন থেকে ছিটকে না পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী। 

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, আজ বেলা দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস ট্রেন। এটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রমের সময় ইঞ্জিনের হুক ভেঙে ট্রেনের ৭-৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

এতে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ঢাকা মুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী দলের সদস্যরা আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো যুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

 এ বিষয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিচ্ছিন্ন হওয়া বগিগুলোতে ৪-৫ শতাধিক যাত্রী ছিল। তবে তাঁরা কেউ হতাহত হয়নি।’

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ