হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে জব্দ করা ৩ হাজার কেজি পচা চা ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

অভিযানে ব্যবসায়ী আসিফুর রহমানের মালিকানাধীন আরেকটি গুদাম থেকে ৩ হাজার কেজি দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। তবে আসিবুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে গত রোববার দুপুরে একই মালিকের আরেকটি গুদাম থেকে দেড় হাজার কেজি পচা চা জব্দ করা হয়।

বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান, বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পচা চা রাখেন আসিবুর রহমান আসিফ। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে চা বাজারজাত করতেন। তিনি ক্রেতাদের অন্য ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সাপ্লাই করতেন পচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা। এমন অভিযোগ পেয়ে গত রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজারে থাকা তাঁর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত তিন হাজার কেজি চা জব্দ শেষে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন আরও জানান, আজ ফের তাঁর মালিকানাধীন আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে তিন হাজার কেজি চা জব্দ করা হয়েছে। জব্দ করা চাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা