হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে জব্দ করা ৩ হাজার কেজি পচা চা ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

অভিযানে ব্যবসায়ী আসিফুর রহমানের মালিকানাধীন আরেকটি গুদাম থেকে ৩ হাজার কেজি দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। তবে আসিবুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে গত রোববার দুপুরে একই মালিকের আরেকটি গুদাম থেকে দেড় হাজার কেজি পচা চা জব্দ করা হয়।

বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান, বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পচা চা রাখেন আসিবুর রহমান আসিফ। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে চা বাজারজাত করতেন। তিনি ক্রেতাদের অন্য ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সাপ্লাই করতেন পচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা। এমন অভিযোগ পেয়ে গত রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজারে থাকা তাঁর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত তিন হাজার কেজি চা জব্দ শেষে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন আরও জানান, আজ ফের তাঁর মালিকানাধীন আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে তিন হাজার কেজি চা জব্দ করা হয়েছে। জব্দ করা চাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল