হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ট্রাক চাপায় ছয় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মামলা বুড়িচং থানায় দায়ের হলেও মামলাটি তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাক চালক পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকে ড্রাম ট্রাক চালককে গ্রেপ্তারের একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৬ জন নিহত হয়। 

এদিকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিনিয়ত চলছে অবৈধ যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তা ছাড়া মাটিবাহী ট্রাকটি নম্বর বিহীন রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে সড়কে চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে