হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাজমুল কবির শিশির। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। আটক ছাত্রলীগ নেতার নাম নাজমুল কবির শিশির। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ–সভাপতি ছিলেন।

রামগঞ্জ থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আটক হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাজমুল কবির শিশির। আজ শুক্রবার বিকেলে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার মো. নয়ন মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের নেতা নাজমুল কবির শিশির গতকাল বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার সামনে সমন্বয়ক পরিচয়ে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ বিভিন্ন স্থানে শিশির সম্পর্কে যাচাই–বাছাই করে নিশ্চিত হয়, তিনি সমন্বয়ক নন। তিনি রামগঞ্জ কলেজ ছাত্রলীগের কমিটিতে সহ–সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক আঙ্গারপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান শুভর ঘনিষ্ঠজন।

স্থানীয়রা অভিযোগ করেন, শিশির ৫ আগস্টের পরে ছাত্র–জনতার সঙ্গে সখ্য গড়ে বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামগঞ্জ শাখার অন্যতম সমন্বয়ক এনামুল হক বলেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে একটি চক্র বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আটক শিশির সমন্বয়ক নন। তিনি ছাত্রলীগ নেতা।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, নাজমুল কবির শিশির গত বৃহস্পতিবার রাতে থানার সামনে এসে সমন্বয়ক পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়। আসলে তিনি সমন্বয়ক নন। শিশির রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে। পরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে