চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বালুটিলা বাজারে চাঁদার দাবিতে স্থানীয় ছাত্রলীগের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হেঁয়াকো বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও রাবারবাগান শ্রমিক নেতা আলী আক্কাস ভুট্টোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই বাজারে এসে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. ইবরাহিমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে ব্যবসায়ীকে শাসিয়ে দেয়। দুর্বৃত্তরা তখন ব্যাপক ভাঙচুর করে। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হটে। খবর পেয়ে ভুজপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’