ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে আম গাছের ডাল ভেঙে পড়ে মিজানুর রহমান (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গাছ থেকে গুরুতর আহত হওয়া মিজান দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়।
মিজানুর রহমান সুন্দরপুর ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মৃত মো. করিমের ছেলে। স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মিজান বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের নিজ নানা বাড়িতে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।
এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, মিজান ছোটবেলা থেকে নানার বাড়িতে মায়ের সঙ্গে থাকত। ছোটবেলায় বাবার মৃত্যুর পর মাসহ নানার বাড়িতেই থেকে আসছে তারা। গত বৃহস্পতিবার বিকেলে সবার অগোচরে বাড়ির পাশের একটি আম গাছে আম পাড়তে উঠলে গাছের ডাল ভেঙে পড়ে যায় মিজান। এতে তার হাত ও পা ভেঙে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে সেখানকার চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার দুপুরে মারা যায় মিজান।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী বলেন, ‘অত্যন্ত গরিব পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে মিজানের মা এখন পাগলপ্রায়। বিষয়টি আমি থানায় অবহিত করেছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।