হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ তারেক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোহাম্মদ তারেক কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নলকূপে পানি আনতে যায় ভুক্তভোগী। এ সময় তারেক নামে এক তরুণ পাশের ঝাউবনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার ও তারেককে ধরে ফেলে। পরে কৌশলে তারেক পালিয়ে যায়। ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
মো. আবু সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানায় মোহাম্মদ তারেককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর বিষয়টি অবগত হয়ে আসামিকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সদরের লিংক রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তারেক ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার তরুণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ