হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিটিইর সঙ্গে মারামারি, ২ ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখল চবির ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে সোনার বাংলা ট্রেনের টিটিইর (টিকিট চেকার) সঙ্গে মারামারি করেছেন। এরপর ট্রেনটি লাকসাম স্টেশনে গেলে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আজ মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, টিকিট ছাড়া ট্রেনে ওঠায় দায়িত্বরত টিটিই আমিনুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে আমিনুল ইসলামকে মারধরও করে শিক্ষার্থীরা। পরে টিটিইসহ ওই ট্রেনে দায়িত্বরত অন্য কর্মচারীরা মিলে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। এই ঘটনায় শিক্ষার্থীরা লাকসাম স্টেশনে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। সোনার বাংলা ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে বিকেল ৫টায় ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসপি ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম ঢাকায় যাওয়ার পথে ছাত্রদের সঙ্গে টিটিইর ঝামেলা হয়। এই ঘটনায় ট্রেনটি দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশ ও আরএনবি দেখছেন। শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ট্রেনটি অবরোধ করে রাখেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত