হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিটিইর সঙ্গে মারামারি, ২ ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখল চবির ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে সোনার বাংলা ট্রেনের টিটিইর (টিকিট চেকার) সঙ্গে মারামারি করেছেন। এরপর ট্রেনটি লাকসাম স্টেশনে গেলে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আজ মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, টিকিট ছাড়া ট্রেনে ওঠায় দায়িত্বরত টিটিই আমিনুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে আমিনুল ইসলামকে মারধরও করে শিক্ষার্থীরা। পরে টিটিইসহ ওই ট্রেনে দায়িত্বরত অন্য কর্মচারীরা মিলে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। এই ঘটনায় শিক্ষার্থীরা লাকসাম স্টেশনে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। সোনার বাংলা ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে বিকেল ৫টায় ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসপি ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম ঢাকায় যাওয়ার পথে ছাত্রদের সঙ্গে টিটিইর ঝামেলা হয়। এই ঘটনায় ট্রেনটি দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশ ও আরএনবি দেখছেন। শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ট্রেনটি অবরোধ করে রাখেন।’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০