হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিয়ের ৫ মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বিয়ের পাঁচ মাসের মাথায় লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়িতে এক যুবকের ঝুলন্ত লাশ মিলেছে। আজ মঙ্গলবার উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন লাপাত্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত হারুনুর রশিদ (৩৩) সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নের চররুহিতা গ্রামের মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। প্রায় পাঁচ মাস আগে রায়পুরের চরবংশী ইউনিয়নের মনছুরের মেয়ে বৈশাখী আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে স্বজনেরা জানান।

হারুনের মা কহিনুর বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকে হারুনের স্ত্রী বৈশাখী হারুনের সঙ্গে খারাপ আচরণ করত। বৈশাখী ঠিকমতো সংসারের দায়িত্ব পালন করত না। তাদের সংসারে অশান্তি লেগে ছিল।’

তিনি আরও বলেন, গতকাল সোমবার রাতে হারুন তাঁর ছোট শ্যালিকা প্রিয়ার জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখানে তাঁর স্ত্রীর বড় বোনের জামাই জুয়েলসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে হারুনের মৃত্যুর খবর পান।

‘হারুনকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে’ বলে অভিযোগ করে হারুনের ভাই রিয়াজ বলেন, ‘আমার ভাইয়ের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে রায়পুরের হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, ‘জানতে পেরেছি, স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হারুনের ঝগড়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা