হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর ৪ অবৈধ ইটভাটাকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধোবে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রামগতি, সদর ও কমলনগর উপজেলায় এ অভিযান চালানো হয়। 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি ইটভাটার মধ্যে রামগতি উপজেলায় আল্লাহর দান ও একতা বিক্সকে ২ লাখ করে চার লাখ টাকা ও সদর উপজেলার ভবানীগঞ্জের এমবি বিক্সকে ১০ লাখ টাকা, কমলনগর উপজেলায় আকাশ বিক্সকে দেড় লাখসহ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে আল্লাহর দান ও একতা ইটভাটায় অভিযানের সময় দেখা যায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা হচ্ছিল। এ সময় দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে মোহাম্মদীয়া ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

এর আগে, কমলনগর উপজেলায় আকাশ ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো. রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একই অভিযোগে ওই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সদর উপজেলার ভবানীগঞ্জের এমভি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬০ টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ৬৫টি অবৈধভাবে পরিচালনা করে আসছে। পরিবেশ আইন অমান্য করায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ