হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চিন্ময় অনুসারী ডা. কথক দাশ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আদালতে ডা. কথক দাশ। ছবি: আজকের পত্রিকা

ফেসবুকে কটূক্তির জেরে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও ‘অ্যাসিড’ নিক্ষেপের মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে দুপুরে কথক দাশকে চট্টগ্রাম কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ কথক দাশ (৪০) রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী হিসেবে পরিচিত। তাঁকে রাষ্ট্রদ্রোহের পৃথক মামলায় দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কথক দাশ। এ মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ, গত বছরের ৫ নভেম্বর ইসকন নিয়ে ফেসবুক কটূক্তিমূলক পোস্টের জেরে ওসমান আলী নামে হাজারী গলির এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ সনাতনীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন বিক্ষুব্ধরা।

এরপর চট্টগ্রামের স্বর্ণের বৃহৎ বাজার ও কারখানাসমৃদ্ধ এলাকাটিতে পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়।

পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাশ।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প