হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভে শেষ হলো বৈশাখী ট্রায়াথলন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘Swim, Ride, Run-Boishakhi Fun!’ স্লোগানে মেরিন ড্রাইভের রেজু খাল থেকে শুরু হওয়া ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় লাল কাঁকড়া বিচ থেকে ইনানী বে ওয়াচের সামনে এসে শেষ হয়। এতে এক বিদেশি নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮ জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশ নেন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

এতে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. শামসুজ্জামান আরাফাত। বাংলাদেশের আয়রন ম্যান তিনি। মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে সাফল্য অর্জন করে আরফাত এসেছেন কক্সবাজারের মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলনে। আরাফাত জানান, এই প্রথম সমুদ্র শহরের আয়োজন তাঁর কাছে ঈদের আনন্দের মতো লেগেছে।

নারী ক্যাটাগরিতে সেরা বিজয়ী রংপুর থেকে আসা ফেরদৌসী আক্তার মারিয়া। তিনি মালয়েশিয়ায় সম্প্রতি ৭০ দশমিক ৩ কিলোমিটার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।

বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকেরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত