হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনার ঢেউ সামলাতে পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান।

রাকিবুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বিবেচনায় কোভিড ফিল্ড হাসপাতালের সেবা কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা। নাসিরাবাদ, মুরাদপুর, কালুরঘাট এলাকায় কর্মরত পোশাক শ্রমিকদের জন্য মুরাদপুর বিজিএমইএ স্কুলে একটি করোনা স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করা হচ্ছে। আগামী রোববার থেকে এটি চালু হবে।

বিজিএমইএ সহসভাপতি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল চালু করেছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণ এ হাসপাতালে সেবা পেয়ে আসছে। এ ছাড়া মা ও প্রসূতিরাও এখানে সেবা পান। হাসপাতালে করোনা সেবা কার্যক্রম শুরু করায় তিনি বিজিএমইএর আগের পরিচালনা পরিষদ ও পরিচালক এম এ সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম এহসানুল হক ও মিরাজ-ই-মোস্তফা (কায়সার)।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল