হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনার ঢেউ সামলাতে পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান।

রাকিবুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বিবেচনায় কোভিড ফিল্ড হাসপাতালের সেবা কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা। নাসিরাবাদ, মুরাদপুর, কালুরঘাট এলাকায় কর্মরত পোশাক শ্রমিকদের জন্য মুরাদপুর বিজিএমইএ স্কুলে একটি করোনা স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করা হচ্ছে। আগামী রোববার থেকে এটি চালু হবে।

বিজিএমইএ সহসভাপতি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল চালু করেছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণ এ হাসপাতালে সেবা পেয়ে আসছে। এ ছাড়া মা ও প্রসূতিরাও এখানে সেবা পান। হাসপাতালে করোনা সেবা কার্যক্রম শুরু করায় তিনি বিজিএমইএর আগের পরিচালনা পরিষদ ও পরিচালক এম এ সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম এহসানুল হক ও মিরাজ-ই-মোস্তফা (কায়সার)।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির