হোম > সারা দেশ > চট্টগ্রাম

পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনার ঢেউ সামলাতে পোশাক শ্রমিকদের জন্য চট্টগ্রামে নতুন করোনা বুথ করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান।

রাকিবুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বিবেচনায় কোভিড ফিল্ড হাসপাতালের সেবা কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা। নাসিরাবাদ, মুরাদপুর, কালুরঘাট এলাকায় কর্মরত পোশাক শ্রমিকদের জন্য মুরাদপুর বিজিএমইএ স্কুলে একটি করোনা স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করা হচ্ছে। আগামী রোববার থেকে এটি চালু হবে।

বিজিএমইএ সহসভাপতি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল চালু করেছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণ এ হাসপাতালে সেবা পেয়ে আসছে। এ ছাড়া মা ও প্রসূতিরাও এখানে সেবা পান। হাসপাতালে করোনা সেবা কার্যক্রম শুরু করায় তিনি বিজিএমইএর আগের পরিচালনা পরিষদ ও পরিচালক এম এ সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম এহসানুল হক ও মিরাজ-ই-মোস্তফা (কায়সার)।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির