কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ রিদুয়ান (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিদুয়ান ফাঁসিয়াখালী ইউনিয়নের মুসলিমনগর এলাকার মহিউদ্দিনের ছেলে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘রিদুয়ান মোটরসাইকেল নিয়ে ফাঁসিয়াখালীর মুসলিমনগর থেকে চকরিয়া পৌরশহর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রাস্তার মাথা পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগতির মালবাহী ট্রাকটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’