হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিদ্যালয়ের অনুষ্ঠান থেকে ৯ মাসের শিশু চুরি, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাসের এক শিশু চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে এক অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় শিশুটির মা গতকাল রাতে জিডি করেছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে শিশু চুরি হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’ 

শিশু মালিহা ইসলাম ওহি জেলার সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকার আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তাঁর বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। 

পুলিশ ও শিশুর পরিবার জানায়, তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। এতে সাবিহা ও মালিহাকে নিয়ে মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মালিহাকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন। পরে অপরিচিত এক নারী মালিহাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা গেছে, লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু মালিহাকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে ওই নারীকে কেউ চিনতে পারেননি। 

মালিহার মা মরিয়ম বেগম জানান, মালিহা চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে। এখনো কোনো সন্ধান পাননি তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির