হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

দেশে ফিরিয়ে আনা হয়েছে ভারতে পাচারের শিকার হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে। শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচার হওয়া তিন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশে ফেরত আনা হয়। তাঁরা হলেন—চট্টগ্রামের সন্তোষ দেব, নারায়ণগঞ্জের বিজয় চুনু, মানিকগঞ্জের ময়না বেগম, পটুয়াখালীর রোজিনা বেগম এবং কুমিল্লার কুলসুম বেগম।

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর তাঁদের পেয়ে স্থলবন্দরে কান্নায় ভেঙে পড়েন পাচার হওয়া ব্যক্তিদের স্বজনেরা।

ত্রিপুরার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁদের মধ্যে চারজন সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। বিজয় চুনু মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না।

চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর আমরা আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। তারপর, তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রায় এক যুগ পর বোন রোজিনা আক্তারকে কাছে পেয়ে আবেগাপ্লুত ভাই সাহাব উদ্দিন। আজকের পত্রিকাকে সাহাব উদ্দিন বলেন, ‘১২ বছর আগে আমার বোন হারিয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে জানতে পারি, আমার বোন আগরতলার মানসিক হাসপাতালে আছেন। ধারণা করছি, আমাদের বোনকে পাচার করা হয়েছিল।’

এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ফার্স্ট সেক্রেটারি মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান, মানবাধিকারকর্মী সৈয়দ খায়রুল আলমসহ ভারতফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল