হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

দেশে ফিরিয়ে আনা হয়েছে ভারতে পাচারের শিকার হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে। শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচার হওয়া তিন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশে ফেরত আনা হয়। তাঁরা হলেন—চট্টগ্রামের সন্তোষ দেব, নারায়ণগঞ্জের বিজয় চুনু, মানিকগঞ্জের ময়না বেগম, পটুয়াখালীর রোজিনা বেগম এবং কুমিল্লার কুলসুম বেগম।

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর তাঁদের পেয়ে স্থলবন্দরে কান্নায় ভেঙে পড়েন পাচার হওয়া ব্যক্তিদের স্বজনেরা।

ত্রিপুরার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁদের মধ্যে চারজন সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। বিজয় চুনু মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না।

চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর আমরা আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। তারপর, তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রায় এক যুগ পর বোন রোজিনা আক্তারকে কাছে পেয়ে আবেগাপ্লুত ভাই সাহাব উদ্দিন। আজকের পত্রিকাকে সাহাব উদ্দিন বলেন, ‘১২ বছর আগে আমার বোন হারিয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে জানতে পারি, আমার বোন আগরতলার মানসিক হাসপাতালে আছেন। ধারণা করছি, আমাদের বোনকে পাচার করা হয়েছিল।’

এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ফার্স্ট সেক্রেটারি মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল হাসান, মানবাধিকারকর্মী সৈয়দ খায়রুল আলমসহ ভারতফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির