হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিইউএফএল সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ, ক্ষতি প্রতিদিন ৩ কোটি টাকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্যাস সংকটের কারণে উৎপাদন আবারও বন্ধ হলো দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল)। গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্যাস সংকটের কারণে গতকাল সিইউএফএল এর উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। এর আগ গত ২৭ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয় সিইউএফএল কারখানা। পরবর্তীতে ৫ এপ্রিল চালু হয়ে এক মাস পর আবারও বন্ধ হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি।

তিনি আরও বলেন, ‘গ্যাস সংকটসহ নানা কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়লে বিভিন্ন মেশিন ও যন্ত্রণাংশগুলো মরিচা ধরে ও বিকল হয়ে পড়ে। এতে করে ক্ষতির মুখে পড়ে কারখানাটি। আমরা বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং গ্যাস সরবরাহের জন্য তাদের অনুরোধও করেছি।’

সিইউএফএল কারখানা সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত