হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসকনকে জঙ্গি সংগঠন বলায় প্রবর্তক সংঘের নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইসকনকে জঙ্গি সংগঠন বলার অভিযোগে আদালতে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা সংক্ষেপে ইসকন, বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, গৌড়ীয় বৈষ্ণব মতাদর্শের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।

আজ রোববার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা করেন রুবেল ধর নামে ইসকনের এক অনুসারী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুবেল কুমার দেব আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন। ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে বিবাদীর বিরুদ্ধে।

জানা যায়, ‘বেআইনিভাবে’ প্রবর্তক সংঘের ভূমি আত্মসাৎ, মন্দিরের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন ‘অনৈতিক কর্মকাণ্ডে’র কারণে ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবর্তক সংঘ। গত ২৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। এর আগে গত বুধবার (১৪ জুলাই) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের পক্ষে জুয়েল শীল। মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রণজিৎ কুমার দেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ