হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক কারবারকে কেন্দ্র করেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। আজ সোমবার ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে তাঁকে হত্যা করা হয়। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। সকালে নিহত বাবলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাইটার বাবলু স্থানীয় শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী হিসেবে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক কারবারিকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল ফাইটার বাবলু। সপ্তাহখানেক আগে তিনি জামিনে বের হয়ে আসেন। মাদক কারবারকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী হয়ে মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি