হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বাসচাপায় শিশুসহ ২ জনের প্রাণহানি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর এলাকায় বাসচাপায় শিশুসহ এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস (৮) সে সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর (৬০) নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ছেলে-মেয়েসহ স্ত্রীকে নিয়ে ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন ব্যবসায়ী জাকের হোসেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে জান্নাতুল ফেরদাউস ছিল বড়। বিকেলে ওই নারীর সঙ্গে বাসার সামনে মাইজদী-সোনাপুর সড়ক পার হওয়ার সময় সোনাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশুর বাবা জাকের হোসেন বলেন, ‘ভ্যান গাড়ি করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার বাসা থেকে বের হয়ে আসার পর আর বাসায় যাননি তিনি। সন্ধ্যায় লোকজনের মাধ্যমে তার মেয়ের কথা শুনতে পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।’ 

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশুকে চাপা দেওয়া গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় স্থানীয়রা আটকাতে পারেননি। নিহতের মৃতদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে